ডাক্তাররা আসেন ১১টায়, আধঘণ্টা পরই চলে যান!
হাসপাতালে এসে ডাক্তারদের পাওয়া যায় না। তাদের থাকার কথা সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অথচ কয়েক জন আসেন বেলা ১১টার দিকে, আবার সাড়ে ১১টায় চলে যান। হাসপাতালের সামনের মেডিসিনের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারে তারা রোগী দেখেন। হাসপাতালের খাবারের মান অত্যন্ত খারাপ। নিয়ম অনুযায়ী রোগীদের খাবার দেওয়া হয় না। রোগী ভর্তিসহ সব সেবাই কার্যত টাকা দিয়ে কিনে নিতে হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোশারফ হোসেন, ওয়াসিম, শরিফ হোসেনসহ কয়েক জন রোগী এমন অভিযোগ করেছেন। তবে অভিযোগগুলো সঠিক নয় দাবি করে আরএমও ডা. কামরুল ইসলাম জানান, আমাদের সাধ্যমতো আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। লোকবলের সংকট নিরসন হলে সেবার মান আরও বৃদ্ধি করা যাবে।