![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2021/07/28/image-447484-1627438374.jpg)
এবার টেকনাফে পাহাড়ধসে প্রাণ গেল ৫ ভাই-বোনের
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজারপাড়া এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, স্থানীয় সৈয়দ আলমের পাঁচ সন্তান শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা।
টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারি বৃষ্টিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর। মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ে। আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরিবার
- পাহাড় ধসে মৃত্যু
- ভাই-বোন