কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আস্ট্রাজেনেকা-ফাইজারের টিকার অ্যান্টিবডি কমতে শুরু করে ২-৩ মাস পর’

সমকাল প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ২১:৫২

ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে এক গবেষণায় নতুন তথ্য উঠে এসেছে। দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের ছয় সপ্তাহ পর অ্যান্টিবডির স্তর ৪ দশমিক ০৪ শতাংশ এবং ০ দশমিক ৪১ শতাংশ কমেছে। ১০ সপ্তাহ পর দেখা যায়, অ্যান্টিবডির স্তর কমেছে ৫০ শতাংশ।


যুক্তরাজ্যের ইউসিএল ইনস্টিটিউট অব হেলথ ইনফরম্যাটিপের মধুমিতা শ্রোত্রি বলেছেন, অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার টিকার দুটি ডোজ নেওয়ার পর শরীরে অ্যান্টিবডির মাত্রা প্রাথমিকভাবে খুব বেশি থাকে, যা গুরুতর করোনার বিরুদ্ধে সুরক্ষাবলয় তৈরি করে রাখে। তবে চিন্তার কারণ হলো, এই অ্যান্টিবডির মাত্রা দু-তিন মাস পর কমতে শুরু করে।


গবেষকরা ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের ৬০০ জনের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য সামনে এনেছেন। তাদের মধ্যে বিভিন্ন বয়স, লিঙ্গ এবং দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও