You have reached your daily news limit

Please log in to continue


ঢাকাফেরত গরু নিয়ে সীমাহীন দুর্ভোগ

কোরবানি উপলক্ষে বেশি দামের আশায় রাজধানীর বিভিন্ন হাটে গরু তুললেও বিক্রি করেতে না পারায় ফেরত নিয়েছেন ব্যবসায়ী-খামারিরা। ঢাকাফেরত এসব গরু এলাকায় নেয়ার পর বিভিন্ন রোগে আক্রন্ত হচ্ছে। অনেকে কসাইয়ের কাছেই ওজন দরে অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে ব্যবাসায়ী-খামারিদের।

পাবনার বেড়া, সাঁথিয়া, সুজানগর, আটঘড়িয়া, ঈশ্বরদী, ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার খামারি এবং ব্যবসায়ীরা কোরবানি সামনে রেখে ক্রস জাতের অস্ট্রেলিয়ান-ফ্রিজিয়ান ব্রিড, ইন্ডিয়ান হরিয়ান ব্রিড, পাকিস্তানি সাহিয়াল ব্রিড ও দেশি জাতের গরু পালন করেন। কিন্তু এবার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় গরুর দাম কম। ফলে এ অঞ্চলের পাঁচ শতাধিক ব্যবসায়ী-খামারি মূলধন হারিয়ে পথে বসার উপক্রম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন