ঢাকাফেরত গরু নিয়ে সীমাহীন দুর্ভোগ

জাগো নিউজ ২৪ পাবনা প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১৬:৫৯

কোরবানি উপলক্ষে বেশি দামের আশায় রাজধানীর বিভিন্ন হাটে গরু তুললেও বিক্রি করেতে না পারায় ফেরত নিয়েছেন ব্যবসায়ী-খামারিরা। ঢাকাফেরত এসব গরু এলাকায় নেয়ার পর বিভিন্ন রোগে আক্রন্ত হচ্ছে। অনেকে কসাইয়ের কাছেই ওজন দরে অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে ব্যবাসায়ী-খামারিদের।


পাবনার বেড়া, সাঁথিয়া, সুজানগর, আটঘড়িয়া, ঈশ্বরদী, ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার খামারি এবং ব্যবসায়ীরা কোরবানি সামনে রেখে ক্রস জাতের অস্ট্রেলিয়ান-ফ্রিজিয়ান ব্রিড, ইন্ডিয়ান হরিয়ান ব্রিড, পাকিস্তানি সাহিয়াল ব্রিড ও দেশি জাতের গরু পালন করেন। কিন্তু এবার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় গরুর দাম কম। ফলে এ অঞ্চলের পাঁচ শতাধিক ব্যবসায়ী-খামারি মূলধন হারিয়ে পথে বসার উপক্রম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও