কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাটুরিয়া-দৌলতদিয়া: ফেরিতে পার করা হচ্ছে মানুষ, ব্যক্তিগত গাড়ি

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১৬:৪৭

নিষেধাজ্ঞা অমান্য করে জরুরি পণ্যবাহী গাড়ির সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিতে সাধারণ মানুষ ও ব্যক্তিগত গাড়ি পার করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাটে এ দৃশ্য দেখা গেছে। কর্তৃপক্ষের দাবি, সুযোগ পেয়ে মানুষ ব্যক্তিগত ও ছোট গাড়ি নিয়ে ফেরিতে উঠে পড়ছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'জরুরি পণ্যবাহী পরিবহন, রোগী ও মরদেহবাহী গাড়ি পার করার জন্য আটটি ফেরি সচল রাখা হয়েছে। এ সুযোগে কিছু মানুষ ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে।'


তিনি আরও বলেন, 'গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। মহাসড়কে পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে নানা পথে চলাচল করছে এসব যানবাহন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও