সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৫২২ জনের মৃত্যু হলো। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। ডা. কুদরত-ই-খোদা জানান, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীসহ ২০২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. অভিজিৎ গুহ জানান, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র অ্যান্টিজেন পদ্ধতিতে ২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত ২১ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে।