![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F27%2Fka.jpg%3Fitok%3Dsbs4uxvX)
ফরিদপুরে জলাধারে আটকা পড়েছে কুমির, আতঙ্কে এলাকাবাসী
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সালাম খাঁর ডাঙ্গী গ্রামে জলাধারে আটকা পড়েছে একটি কুমির। গত রোববার ওই কুমিরটিকে দেখতে পান এলাকাবাসী। এর পর থেকেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় পুরাতন মোহন মিয়া হাট জামে মসজিদ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। ওই জলাধারে যাতে কেউ না নামে, সে ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কুমির
- আতঙ্কিত মানুষ
- জলাধার
- বন বিভাগ