চলতি টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে রয়েছেন ছয়জন ক্রীড়াবিদ। এদের মধ্যে শুধুমাত্র আরচার রোমান সানাই কোয়ালিফাই করে পেয়েছেন অলিম্পিকের টিকিট। তাই তার ওপরেই ছিল সকল প্রত্যাশা।
সেই প্রত্যাশার প্রথমভাগ মিটিয়ে অলিম্পিকে শুভ সূচনাই করলেন দেশসেরা আরচার রোমান সানা। এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনের টম হলকে হারিয়ে শীর্ষ ৩২-এ জায়গা করে নিয়েছেন তিনি।