করোনা এবং রাজনীতির হালহকিকত
দেশে এখন কার্যত কোনো রাজনৈতিক তৎপরতা নেই। করোনা পরিস্থিতির উদ্বেগজনকভাবে অবনতি ঘটছে। সংক্রমণ এবং মৃত্যু কমানো যাচ্ছে না। ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লগডাউন শুরু হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বের না হওয়ার আহ্বান না মানার প্রবণতা আছে। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার জন্য ২১ কোটি ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানালেও মানুষ যে খুব স্বস্তিবোধ করছে, সেটা বলা যাচ্ছে না। মন্ত্রীর কথায় মানুষের আস্থা কম। আগে তিনি এমন অনেক কথা বলেছেন যা ঠিক হয়নি। স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে। জাতীয় সংসদেও তার ব্যর্থতার কথা বলে অপসারণের দাবি উঠেছে। তাছাড়া টিকা দেওয়ার আমাদের যে সক্ষমতা তাতে ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে কয়েক বছর লাগবে। মাস্ক ব্যবহার, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, ভিড় এড়িয়ে চলার জন্য মানুষকে সচেতন করার দায়িত্ব পালন যখন জরুরি তখনও আমাদের দেশে চলছে দোষারোপের রাজনীতি। করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ বিএনপির। আবার সরকারি দলের পক্ষ থেকে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিএনপিকে দোষা হচ্ছে।