![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/04/26/garments-open-coronavirus-pendamic-260420-09.jpg/ALTERNATES/w640/garments-open-coronavirus-pendamic-260420-09.jpg)
লকডাউন: উদ্বিগ্ন পোশাক শিল্প মালিকদের বিকল্প প্রস্তাব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৮:৩৯
করোনাভাইরাস মহামারীর দেড় বছর পেরোতে চললেও বিধি-নিষেধের কোনো পর্যায়ে কারখানা বন্ধ রাখতে হয়নি। কিন্তু এবার সংক্রমণের ভয়াবহতম পরিস্থিতির কারণে কারখানা বন্ধ রাখতে হওয়ায় ভরা মৌসুমে রপ্তানির পণ্য যথাসময়ে পাঠাতে পারা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা।