২০২৪–এর ভারত: প্রজেক্ট ‘পি কে’

প্রথম আলো আলতাফ পারভেজ প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৭:৩৫

ক্রিকেট, মুভি স্টার বা মোদিজিকে ডিঙিয়ে ভারতের মিডিয়ায় ঘন ঘন হেডলাইন হওয়া কঠিন। দীর্ঘ সময়ের জন্য এ রকম নজির কম। প্রশান্ত কিশোরকে (পি কে) এ ক্ষেত্রে ভালো নম্বর দিতেই হবে।


গত মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর শুরু এ কারবার। প্রশান্তকে নিয়ে মিডিয়া জল্পনা-কল্পনা-আশা-প্রত্যাশা-সন্দেহ ছড়াচ্ছে হামেশা। এ রকম হরেক নিউজে ‘হিট’ হচ্ছে তুমুল। এক কাগজের দেখাদেখি অন্য কাগজও ‘নিউজ’ করছে নিয়মিত। বলা যায়, রাজনীতিমনস্ক চলতি ভারতে সর্বগ্রাসী এক বুদ্‌বুদের নাম এখন ‘প্রশান্ত কিশোর’। তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন সবই ‘সংবাদ’। প্রশান্তও বেছে বেছে কেবল জাতীয় রাজনীতিবিদদের সঙ্গেই আড্ডা দিচ্ছেন। তাঁর আগ্রহ কেবল রাজনীতিতে। এভাবেই ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে ‘পি কে’ নামে নতুন এক চরিত্র যুক্ত হলো, যাঁর নির্বাচনী এলাকা নেই, দলও নেই। কিন্তু আলোচনায় আছেন প্রবলভাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও