ভারতের পর এবার করোনার নতুন কেন্দ্রস্থল ইন্দোনেশিয়া
যুক্তরাষ্ট্র ও ভারতে সম্প্রতি করোনার প্রাদুর্ভাব অনেকটা কমে এলেও মহামারিটি এবার মারাত্মক রুপ নিয়েছে ইন্দোনেশিয়ায়। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতকে ছাড়িয়ে বিশ্বে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখল এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ এই দেশটি। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, রোববার ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ ৪৫ হাজার ৪১৬ জন শনাক্ত এবং সর্বোচ্চ এক হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে।