গণমানুষের শিল্পী
অবিশ্বাস্য সংবাদ। ফকির আলমগীরের মৃত্যু সংবাদে মন ভেঙে গেল। দীর্ঘক্ষণ চুপচাপ বসে রইলাম। চিকিৎসার জন্য আছি সুদূর নিউইয়র্কে। কিন্তু আমার মন পড়ে আছে ঢাকায়। ফকির আলমগীরের হাজারও স্মৃতি মনে পড়ছে। এক বর্ণাঢ্য অসাধারণ শিল্পী হিসাবে অনেক বড় তিনি। দেশবরেণ্য শিল্পী। বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন। তার গান পৌঁছে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে।