You have reached your daily news limit

Please log in to continue


ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি অ্যামনেস্টির

অনলাইনে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর দমন-পীড়ন বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা আইনটি আন্তর্জাতিক মান ও মানবাধিকার আইনের অনুসরণে সংশোধনের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ জুলাই) ভোরে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, ভিন্নমত দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের ক্ষমতাধর ব্যক্তিরা। একইসঙ্গে নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার এই সংস্থাটি।

‘নো স্পেইস ফর ডিসেন্ট’ শীর্ষক এই ব্রিফিংয়ে সামাজিক মাধ্যমে ক্ষমতাধর ব্যক্তিদের সমালোচনা করায় গুম, বিনা বিচারে আটক ও নির্যাতনের মতো নানান ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার ১০ জন ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনে দায়েরকৃত মামলা পর্যালোচনা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন