কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিমুলিয়া ঘাটে উভয়মুখী যানবাহন ও যাত্রীদের চাপ কমেছে

এনটিভি শিমুলিয়া ফেরিঘাট প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৯:৪৫

সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আজ সোমবার সকাল থেকে অল্প সংখ্যক যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় ফেরিগুলোতে। মাদারীপুরের বাংলাবাজার থেকে ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। তবে আগের চেয়ে আজ যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই কমে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও কমতে থাকে।


শিমুলিয়া ঘাটের ৩ নম্বর রোরো টার্মিনালে একটি দোকানের স্বত্তাধিকারী ইমরান জানান, বেচা-কেনা একদম কমে গেছে। যাত্রী নাই। এপার থেকে যাত্রী এলে বেচাকেনা হতো। এখন এপার-ওপার যাত্রী কমে যাচ্ছে। বেচা-কেনা একেবারেই নাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও