You have reached your daily news limit

Please log in to continue


লকডাউনে কষ্টে আছেন পরিবহন শ্রমিকরা

বেতন নেই, আয়ের বিকল্প কোনো পথ নেই, সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা নেই, ত্রাণও নেই- তা হলে কীভাবে চলবে পরিবহন শ্রমিকরা? সবচেয়ে বড় হলো ভাতের কষ্ট- সেই কষ্টে আক্রান্ত তারা এখন। লকডাউনের কঠিন দিনে দেখার কেউ নেই তাদের। তারা কি তাহলে না খেয়ে মরবেন?

এসব কথা বললেন গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারের কর্মচারী আমিনুল ইসলাম। আগে দৈনিক ৪০০ টাকা বেতনে কাজ করতেন তিনি। কিন্তু এখন বাস, টিকিট কাউন্টার সব কিছু বন্ধ। বেতনও বন্ধ। আমিনুলের ভাষায়, 'হাতে টাকা-পয়সা নেই। নিজের ও পরিবার-পরিজনের খরচ কোথায় পাব? এরকম চললে আমাদের তো না খেয়ে মরতে হবে।'

সরেজমিন দেখা গেছে, গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালসহ সব টার্মিনালেই সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। লকডাউনে দূরপাল্লার এসব বাসের চালক, কন্ডাক্টর, হেলপারদের খোঁজ কেউই নেন না। লকডাউনের আগে তারা কতগুলো ট্রিপ চালাতে পেরেছেন, কত টাকা বেতন পেয়েছেন- এসব হিসাব করলে দেখা যাবে, খেয়ে বেঁচে থাকার মতো টাকা-পয়সাও তাদের হাতে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন