![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcanada-20210726091615.jpg)
কানাডায় বাংলাদেশি ছাত্র নিখোঁজ
কানাডার অটোয়ায় সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশি একজন বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছেন। নাজিব সাদেক চৌধুরী নামের ওই শিক্ষার্থী অটোয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়েছিলেন। কুইবেক পুলিশ কানাডার স্থানীয় সময় রোববার দুপুর ১টা থেকে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে।
কুইবেক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাতিনিউ নদীতে ডুবে গেছে সন্দেহে তারা একজন শিক্ষার্থীকে উদ্ধার করার চেষ্টা করছেন। ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ওই শিক্ষার্থী আর উঠে আসেনি। দুপুর ১টা থেকে তারা ডুবে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করছে।