কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাগরপুরে স্বাস্থ্যবিধি মানছে না বিনোদনপ্রেমীরা

মানবজমিন প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০০:০০

টাঙ্গাইলের নাগরপুরে শেখ হাসিনা সেতুতে স্বাস্থ্যবিধি মানছে না বিনোদনপ্রেমীরা। ঈদের দিন থেকে গত শনিবার সন্ধ্যা পর্যন্ত দেখা যায় উপেন্দ্র সরোবর (দীঘি) ও কেদারপুর ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু এই দুটি স্থানে মানুষের উপচে পড়া ভিড়। সেখানে কোনো রকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ঈদ আনন্দে মেতে উঠেছেন নানা বয়সের দর্শনার্থীরা। ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে কার না ভালো লাগে। ব্যস্তময় জীবনে সুযোগ পেলেই একটু স্বস্তি পেতে পরিবার- পরিজন নিয়ে বেড়িয়ে পড়েন। ঈদের আনন্দকে উপভোগ করতে কোনো রকম সামাজিক দূরত্ব ও মাস্কের তোয়াক্কা না করে ছুটে আসছেন তারা। নাগরপুর উপজেলায় উল্লেখযোগ্য কোনো বিনোদনকেন্দ্র না থাকায় এই দুটি স্থান ঈদ ও জাতীয় দিবসগুলোতে দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে। তাই ঈদ উপলক্ষে আনন্দ উপভোগ করতে বিনোদনপ্রেমীদের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে উপেন্দ্র সরোবর (দীঘি) ও শেখ হাসিনা সেতু। প্রাকৃতিক সৌন্দর্য্য ও মনোমুগ্ধ পরিবেশ থাকলেও সেখানে নেই বসার কোনো সুব্যবস্থা তবু আনন্দের কমতি নেই দর্শনার্থীদের। এদিকে স্থানীয়দের অভিযোগ ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছে এবং কোনো রকমের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এতে ব্যাপকহারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা। তাছাড়া বেপরোয়া গতিতে যুবকদের মোটরসাইকেল চালানোয় স্থানীয়দের মাঝে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত