কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কঠোর লকডাউনেও ঝিনাইদহে খুলছে দোকানপাট

মানবজমিন প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০০:০০

ঝিনাইদহে কঠোর লকডাউনের ৩য় দিন মফস্বল এলাকায় চলছে ঢিলেঢালা ভাবে। সড়ক মহাসড়কে বাস বন্ধ থাকলেও ইজিবাইক, মাহেন্দ্র ও ইঞ্জিনচালিত নছিমন করিমন চলাচল করছে হরহামেশাই। গাদাগাদি করে বহন করা হচ্ছে যাত্রী। গতকাল সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার ও ভাটই বাজারসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে বসানো হয়েছে হাট-বাজার। চলছে কেনাবেচা। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানে বসে ধুমছে চা পান চলছে আগের মতোই। চলছে আড্ডা। অনেকেই মাস্ক ছাড়া চলাচল করছেন। খোলা হচ্ছে হোটেল, রেস্তরাঁ, চায়ের দোকান, পোশাকের দোকান। ভাটই হাটে আসা রাসেল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, লকডাউন দিয়েছে তো কি করবো ভাই? পেট তো চালাতে হবে। চা দোকানি হাসান আলী বলেন, ভাই পেটের দায়ে দোকান খুলেছি। লকডাউন চললেও কিছু করার নেই। মাস্ক পরেননি কেন? এমন প্রশ্নের জবাবে বলেন, কত সময় মাস্ক পরে থাকবো। দোকান চালাচ্ছি তাই খুলে রাখছি। এদিকে ঝিনাইদহ জেলা শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, আরাপপুর বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। শহরে চলাচলকারীদের থামিয়ে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা বলেন, লকডাউন কার্যকরে জেলা শহরসহ ৬টি উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত দুইদিনে জেলায় ৮৬টি মামলায় ৪৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া লকডাউনে জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্যবিধি মানতে নানা পরামর্শ দেয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে