করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে কাজ করার আহ্বান
করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের পৃথক সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আবু আশরাফ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে ঈদের শুভেচ্ছা জানান। করোনা মোকাবিলা ও নিজ নিজ বাহিনীর উন্নয়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিন বাহিনীর প্রধানরা।