বৃষ্টির পানিতে তলিয়ে গেলো হাসপাতাল!

ইত্তেফাক প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ২০:০৪

চট্টগ্রামে রবিবার (২৫ জুলাই) সকালে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। এতে বৃষ্টির পানি নামতে না পারায় নগরীর নিচু এলাকায় জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। এমনকি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচ তলায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।


পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, রবিবার সকালে গত ২৪ ঘন্টায় ৬০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত আরো ২/১ দিন থাকবে। খোঁজ নিয়ে জানা গেছে বৃষ্টির সাথে সাগরে জোয়ারের পানি নগরীর নিচু এলাকায় ঢুকে পড়েছে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করে। নগরী হালিশহর, আগ্রাবাদ বাকরিয়া, চান্দগাঁও,পাথরঘাটা ও চাক্তাই এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচ তলায় হাঁটু পরিমাণ বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। এতে নিচ তলার চিকিৎসাসেবা উপরের তলায় স্থানান্তর করতে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও