‘জরুরি সংবাদপত্র’ লেখা বাসে ঢাকায় আসছিলেন ১৬ জন

জাগো নিউজ ২৪ ময়মনসিংহ সদর প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১৯:২৬

সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে নেত্রকোনা থেকে ‘জরুরি সংবাদপত্র’ সরবরাহকারী একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ময়মনসিংহ চেকপোস্টে আটক হয়েছে। গাড়িটিতে ১৬ জন যাত্রী ছিলেন।


রোববার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগোদাম ব্রিজ মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন চেকপোস্টে বাসটি আটকানো হয়।


এ সময় বাসে থাকা ওই ১৬ জনের অনেককে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছবি তুলতে চাইলে বাধা দেন বেশ কয়েকজন। পরে পরিচয় জানতে চাইলে বেশ কয়েকজন তা জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে বাসের যাত্রীরা নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও