ব্রাজিলের প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে হাজারও মানুষের বিক্ষোভ

এনটিভি ব্রাজিল প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১৬:৩৫

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অভিশংসনের দাবিতে স্থানীয় সময় গতকাল শনিবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। নভেল করোনাভাইরাসজনিত মহামারির কারণে ব্রাজিলে ভয়াবহ পরিস্থিতির জন্য বলসোনারোর উদাসীনতাকে দায়ী করে অনেকে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


বামপন্থী রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন ও সামাজিক গোষ্ঠীর ডাকে চতুর্থ সপ্তাহের মতো বিক্ষোভ চলছে ব্রাজিলে। ব্রাজিলের ৪০০টি শহরে এই বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।  বলসোনারোর বিরুদ্ধে টিকা কেনায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।


রিও ডি জেনিরোতে কয়েক হাজার মানুষ লাল পোশাক ও মাস্ক পরে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা এ সময় ‘কেউ আর কিছু নিতে পারবে না’, ‘দুর্নীতিবাজ বিদায় হও’ বলে স্লোগান দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও