![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/07/25/225548Kalerkantho-6-2021-07-25-02.jpg)
বাংলাদেশ কি আসলেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী?
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন উৎস থেকে ‘রহস্যময়’ মিথেন (CH4) গ্যাসের বিশাল কুণ্ডলী বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশাল এই মিথেন গ্যাস নিঃসরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ১২তম বৃহত্তম মিথেন গ্যাসের উৎস পরিণত হয়েছে। অন্য উৎসগুলোর মধ্যে এই মিথেনের একটি বড় অংশ মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল বা ময়লার ভাগাড় থেকে আসছে। ব্লুমবার্গের প্রতিবেদনে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ধানক্ষেত, সুয়েজ নিষ্কাশন ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপলাইনে ফাটল বা গর্ত বাংলাদেশে মিথেন নির্গমনের প্রধান কারণ হতে পারে।
- ট্যাগ:
- মতামত
- প্রভাব
- কার্বন নি:সরণ
- মিথেন গ্যাস