উন্নয়ন : একটি রাজনৈতিক প্রপঞ্চ

জাগো নিউজ ২৪ ড. মাহবুব হাসান প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১০:১৫

উন্নয়ন মূলত একটি প্রপঞ্চ। এই প্রপঞ্চ উৎসাহিত ও উদ্দীপিত করে আমাদের চেতনাকে এবং তা শেষতক পৌঁছে দেয় এক মানসিক দিকবলয়ে। সেখানে বাস করে আমাদের ব্যক্তিগত, সমাজগত, রাষ্ট্রগত উন্নয়ন চিন্তা। কি করে উন্নতি করা যায়, এটাই তো মূল। কিন্তু সেই মূলের নকশা কী? মানে উন্নতি সাধনের কলাকৌশল কী? কোন পথে উন্নতি করা যাবে?


আদিতে, প্রয়োজনকে সামনে রেখেই এই উন্নতির কথা ভাবা হয়েছিলো, আজও সেখানেই আছে। আজকে যে সব সুযোগ সুবিধা আমরা ভোগ ও উপভোগ করছি, তা এসেছে প্রয়োজন বা চাহিদাকে কেন্দ্র করেই। ভবিষ্যতেও, আমার ধারণা ও বিশ্বাস প্রয়োজনকে কেন্দ্রভূমি ধরে কল্প-রাজ্যের দুয়ার খোলা হবে। এবং হবেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও