You have reached your daily news limit

Please log in to continue


গাড়ি না পেয়ে থানায় প্রসূতি, হাসপাতালে পৌঁছে দিল ওসি

কঠোর লকডাউনে চট্টগ্রামে গাড়ি না পেয়ে থানায় হাজির হন এক প্রসূতি। তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার বিকালে থানায় এসে সহায়তা চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িতে করে ওই প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন জানান, দিনমজুর ওমর ফারুক শান্ত তার প্রসূতি স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হন। রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কোন গাড়ি না পাওয়ায় থানায় গিয়ে পুলিশের সহায়তা চান তিনি। বিষয়টি নজরে আসলে তিনি তার গাড়িতে করে এসআই আফরোজা চৌধুরী ও কনস্টেবল আনিসের মাধ্যমে প্রসূতি কুলসুম বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পৌঁছে দেন। কঠোর লকডাউনে নগরবাসীর যেকোন সহায়তায় পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন