সাকিবদের সঙ্গেই জাতীয় দলে খেলতে চেয়েছিলেন শামীম

প্রথম আলো জিম্বাবুয়ে প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৯:৫৭

শামীম হোসেনের ক্রিকেট পাঠ শুরু ২০১১ সালে। তখন সাকিব আল হাসান, তামিম ইকবালরা বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা। তাঁদের দেখেই শামীমের মতো তরুণেরা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন। শামীমের স্বপ্নটা ছিল একটু ব্যতিক্রম। তাঁর শুধু জাতীয় দলে খেললেই হবে না, খেলতে হবে সাকিব-তামিমরা দলে থাকা অবস্থায়। ১০ বছর পর শামীমের সেই স্বপ্নটাই সত্যি হলো।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের হাত থেকেই অভিষেক ক্যাপ পেয়েছেন শামীম। আজ জিম্বাবুয়ে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের শামীম বলছিলেন তাঁর স্বপ্নের গল্প, ‘ছোটবেলা থেকেই সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইদের খেলা দেখেছি। ইচ্ছা ছিল তাঁরা থাকা অবস্থায় জাতীয় দলে খেলার। সেটা পেরেছি। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান, যা চেয়েছিলাম সেটা করতে পেরেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও