কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাতে আসছে প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর

ঢাকা পোষ্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৯:৩৬

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ব্যবহারের জন্য ২৫০টি পোর্টেবল ভেন্টিলেটর উপহার হিসেবে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসক। 


ভেন্টিলেটরগুলো নিয়ে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে শনিবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। 


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লি থেকে ২৫০টি ভেন্টিলেটর শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো গ্রহণ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও