রমেক থেকে সিলিন্ডার পাচারের চেষ্টা, কারাগারে ছয়জন
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের স্টোর থেকে তিনটি ট্রাকে করে অক্সিজেন সিলিন্ডার পাচার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা ওই তিন ট্রাকের চালক ও হেলপার।
ভুয়া চালানের মাধ্যমে প্রতারণা করে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার চেষ্টার অভিযোগে মামলাটি করেছেন রমেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাহমুদ হাসান। শুক্রবার (২৩ জুলাই) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলার এজাহার দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শনিবার মামলা গ্রহণের পর তিন ট্রাকের চালক ও হেলপারদের প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে