চামড়ার দামে সঙ্কট কোথায়?
ফিনান্সিয়াল এক্সপ্রেস
প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১০:০৮
গত দুই বছরের দুর্দশার চিত্র এবার পাল্টাবে বলে আশা করা হচ্ছিল ঈদের আগে; কিন্তু ঈদের পর এবারও ‘ন্যায্য দাম না পাওয়ায়’ কোরবানির পশুর চামড়া পোস্তার রাস্তায় ফেলে গেছেন কিছু মৌসুমি বিক্রেতা।
লালবাগের পোস্তা কেন্দ্রিক কাঁচা চামড়ার আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকদের চাহিদা কম থাকলে বাজারে দামও পড়ে যায়। তাছাড়া ট্যানারি মালিকরা বকেয়া পাওনার পুরোটা শোধ না করায় পাইকারদের আর্থিক সঙ্কট পুরোপুরি কাটেনি, ফলে ইচ্ছা থাকলেও অনেকে বেশি দামে চামড়া কিনতে পারেননি।