![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fc9d76a85-d37d-4f18-af73-f728e1c97703%252F89d49dcf-e3a1-4c56-889f-3c49dea61bf5.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
এখনো অক্সিজেনের জোগান আছে: স্বাস্থ্যের ডিজি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম আরও গতিশীল করতে চাচ্ছে সরকার। বয়সসীমা কমিয়ে আনা এবং গ্রামপর্যায়ে টিকাদানকে আরও সহজ করার বিষয়ে সরকার ভাবছে। আজ শুক্রবার সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, স্বাভাবিক সময়ে অক্সিজেনের চাহিদা ৭০ থেকে ৯০ টনের মতো থাকে, কিন্তু এখন তা ২০০ টনে চলে গেছে। তবে এখনো দেশে অক্সিজেনের জোগান আছে এবং ভারত থেকেও আমদানি হচ্ছে।