![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F23%2Fa-t.jpg%3Fitok%3DnMuD_0lx)
শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিল অস্ট্রেলিয়া
এনটিভি
প্রকাশিত: ২৩ জুলাই ২০২১, ১৩:২০
অস্ট্রেলিয়া ১৬ বছর বয়স থেকে তদূর্ধ্বদের জন্য বায়োএনটেক-ফাইজারের টিকার অনুমোদন আগেই দেওয়া হয়েছিল। এবার দেশটিতে ১২ থেকে ১৫ বছর বয়সিদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, ফাইজারের টিকা শিশুদের দেওয়া যেতে পারে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।