![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnara2-20210723114904.jpg)
বিধিনিষেধ : নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে মানুষ
নারায়ণগঞ্জসহ সারা দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধের প্রথম দিনে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়ক-মহাসড়কের বিভিন্ন স্পটে কঠোর অবস্থানে রয়েছেন তারা। সড়কে যানবাহন না থাকলেও কারণে অকারণে বের হচ্ছ্নে মানুষ।