![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252Fee171724-518c-4456-9845-b54417458b88%252Fbahadur_deuba_130721_01.jpg%3Fw%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
নেপালে ব্যর্থতা মূলত সমাজতন্ত্রীদের
নেপালে কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রী হওয়া শের বাহাদুর দেউবা পার্লামেন্টে আস্থা ভোটেও জিতেছেন গত রোববার সন্ধ্যায়। ২৭১ সদস্যের পরিষদে বিভিন্ন দলের ১৩৬ জনের সমর্থন থাকলেই চলত তাঁর। পেয়েছেন ১৬৫ ভোট। বিপক্ষে ছিলেন ৮৩ জন এবং অন্যরা অনুপস্থিত ছিলেন।
এই ভোটের মাধ্যমে আগামী দেড় বছর ক্ষমতায় থাকার এখতিয়ার হলো শের বাহাদুর দেউবার। এরপর দেশটিতে নির্বাচন হওয়ার কথা। তবে নেপালে কোনো সরকার সম্পর্কে এখন আর ভবিষ্যদ্বাণী করা যায় না। মাত্র ৬১ সদস্যের সংখ্যালঘু দলের নেতা বলে দেউবার ভাগ্য অন্যান্য দলের হাতে ঝুলে থাকবে সব সময়ই। তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আগের মতো অধরা থাকতে পারে সেখানে।