‘আমাকে ক্ষমা করেন, শয্যা খালি নেই’
আফরোজা জাহানের (৩২) করোনা শনাক্ত হয়েছে পাঁচ দিন আগে। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। অভিভাবকেরা তাঁকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করার চেষ্টা করে ব্যর্থ হন। কোনো হাসপাতালে শয্যা খালি পাচ্ছেন না তাঁরা।
চট্টগ্রামের সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগী এখন দিন দিন বাড়ছে। কোনো হাসপাতালে শয্যা খালি পাওয়া যাচ্ছে না। সরকারিভাবে কিছু শয্যা ফাঁকা দেখানো হলেও ওই সব হাসপাতালে কোভিড-১৯ রোগী ব্যবস্থাপনার জন্য, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং নিবিড় পরিচর্যার কেন্দ্রের (আইসিইউ) মতো ব্যবস্থাগুলো নেই। ফলে হাসপাতালের শয্যার জন্য স্বজনেরা এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটছেন। আর বিফল হচ্ছেন।