![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F400x225x1%2Fuploads%2Fmedia%2F2021%2F07%2F22%2F637bca00f6b7563c85777d134cae9b12-60f96ed1b1aaf.jpg%3Fjadewits_media_id%3D738079)
ভূমধ্যসাগরে ১৭ বাংলাদেশির মৃত্যু
উত্তাল ভূমধ্যসাগরে প্রাণ গেলো ১৭ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশির। নৌকায় করে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে সাগরে ডুবে মারা যান তারা। তাদের মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ান কোস্টগার্ড।
বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, অবৈধ উপায়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা চালায় একদল অভিবাসন প্রত্যাশী। মাঝপথে নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসন প্রত্যাশীকে।