![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-84639401,imgsize-170318/pic.jpg)
অক্সিজেন সঙ্কটে মৃত্যু নিয়ে সরব বিরোধীরা
Covid 19 সংক্রমণের ঠেলায় ত্রাহি ত্রাহি রব। এই অবস্থায় বিভিন্ন রাজ্যের পাঠানো কোভিড তথ্য নিয়ে হইহই কাণ্ড সংসদে। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর রিপোর্ট কোনও রাজ্য থেকে আসেনি। রাজ্যসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ারের এই দাবি ঘিরে বিতর্ক।