আজও মানুষ ঢাকা ছাড়ছে

বাংলা ট্রিবিউন ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ১৪:৩৪

ঈদের দ্বিতীয় দিনও ব্যস্ত গাবতলী বাস টার্মিনাল। অনেকেই ঢাকা ছাড়ছেন আজ বৃহস্পতিবার (২২ জুলাই)। পরিবহন সংস্থাগুলো বলছে, কোনও গাড়িই নাকি খালি যাচ্ছে না। এদিকে টার্মিনালে নেই স্বাস্থ্যবিধির বালাই। নজরদারিও নেই। মাস্ক পরছেন হাতেগোনা কয়েকজন। পরিবহন কর্মীদের বড় অংশই মাস্ক ছাড়া ঘোরাফিরা করছেন।


যশোর যাবেন মাজেদা বেগম। সঙ্গে ৯ বছরের ছেলে নয়ন। ঈদের আগে বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকলেও টিকিট পাননি সময়মতো। তাই রওনা দিলেন আজ। মাজেদা বেগম বললেন, ‘মেয়ের বাসায় বেড়াতে এসেছিলাম। লকডাউনে আটকা পড়ি। টিকিট না পাওয়ায় ঈদের আগে যেতে পারিনি, আজ যাচ্ছি।’


এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে নেওয়া হবে শাস্তির আওতায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও