ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশির মৃত্যু
ভূমধ্যসাগর পেরিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসময় আরো ৩৮০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলীয় এলাকা জুয়ারা থেকে নৌকাটি ছেড়ে আসে। এতে ছিলেন সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া ও বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীরা। তিউনিশিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেন, নৌকাটি মাঝসাগরে ডুবে গেলে ১৭ বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়। উদ্ধার করা হয় বিভিন্ন দেশের আরো ৩৮০ জনকে।