করোনায় মৃত্যু, পশু কেনা হলেও হলো না কোরবানি

বাংলা ট্রিবিউন খুলনা মেট্রোপলিটন প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ০৯:৩২

ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় হাসপাতালে মারা যান করোনায় আক্রান্ত স্কুলশিক্ষক মো. আক্তারুজ্জামান সুমন (৪৯)। তিনি খুলনার সরকারি করোনেশন গার্লস স্কুলের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক। খুলনা মহানগরীর মিয়া পাড়ায় তার বাড়ি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা থানার নিশ্চিন্তপুর। খুলনা ও ঝিনাইদহে তার রয়েছে আপন আরও ছয় ভাই। প্রতিটি পরিবারেই ছিল কোরবানির প্রস্তুতি। কোরবানির পশুও কেনা হয়েছিল। কিন্তু শিক্ষক আক্তারুজ্জামানের মৃত্যুতে তার আত্মীয়-স্বজনদের ২০টি পরিবারের ছিল না ঈদের আনন্দ, হয়নি কোরবানি।


২০ জুলাই সন্ধ্যায় স্কুলশিক্ষকের মৃত্যুর পর ২১ জুলাই নগরীর পশ্চিম বানিয়াখামার বড় মসজিদে ঈদের নামাজ শেষে তার প্রথম জানাজা হয়। এরপর পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে সেখানে পৌঁছানোর পর বাদ জোহর দ্বিতীয় জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও