কোরবানি-করোনা: জীবিকার জয়!
ঈদ-কোরবানি, জীবন-জীবিকা কোনোটাই ফেলনা হয়নি। ঈদ উদযাপন হচ্ছে। করোনাও রেস্টে বা ছুটিতে যায়নি, বিরতি দেয়নি। দাপটের সঙ্গে বীরত্ব দেখিয়ে যাচ্ছে। মানুষও দমেনি। অবিরাম জিতে চলছে সবাই। করোনা নামের দুনিয়া কাঁপানো মহামারিতে মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে জীবন-জীবিকার সব ক্রিয়াকর্মই চলমান। ঈদে বাড়তি মোজ-ফূর্তি। সমান্তরালে মৃত্যুও। একদিকে দাফনকাফন, আরেকদিকে রুটি, মাংস, পোলাও। গাসহাভাবে জীবন-জীবিকার অংশ হয়ে গেছে সবই। কোরবানির গরু বেচাকেনা, গরু হাইজ্যাক, গরু বেপারিকে হত্যাও বাদ পড়েনি। সীমিত জীবনের মধ্যে সবই সহ্যসীমার আওতায়। কিছুই যেন অস্বাভাবিক নয়।
এমন স্বাভাবিকতার জেরে কোরবানির হাটকে 'করোনার হাট' পড়তেও ভুল ঠেকে না। লকডাউন, কঠোর লকডাউন, শাটডাউন, বিধিনিষেধ ইত্যাদি আরোপ-প্রত্যাহারও যাপিত জীবনের অংশ হয়ে গেছে।