'বাড়াবাড়ি করলে পরমাণু বোমা মেরে উড়িয়ে দেব!' এবার জাপানকে হুঁশিয়ারি চিনের
কড়া ভাষায় জাপানকে হুঁশিয়ারি চিনের। আন্তর্জাতিক মঞ্চে পরমাণু বোমা ব্যবহার থেকে সবসময় বিরত থাকতে বলা চিনের মুখে এমন হুমকিতে বিম্মিত সকলে। চিনের কমিউনিষ্ট পার্টি CCP-এর সম্প্রতি জারি করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে জাপানের উদ্দেশে চিনের বার্তা- জাপান যদি তাইওয়ানকে সাহায্য করে তাহলে পরমাণু বোমায় তার জবাব দেওয়া হবে। সোজা কথায় তাইওয়ানকে সাহায্য করলে জাপানের উপর পরমাণু হামলা চালাবে চিন।