ঢাকায় কোরবানির পশু রেখে যাত্রী নিয়ে ফিরছে ট্রাক
রাত পোহালেই ঈদুল আজহা। ঈদ যাত্রার শেষ দিন সিরাজগঞ্জের সড়ক-মহাসড়ক যানজটমুক্ত থাকলেও গাড়ির চাপ রয়েছে চোখে পড়ার মতো। সড়ক এখন ট্রাক-পিকআপের দখলে। বাসের চেয়ে এখন বেশি যাত্রী আসছেন এ দুটি যানে।মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এমন চিত্র দেখা গেছে।
যাত্রী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ ট্রাক ঢাকায় কোরবানির পশু রেখে যাত্রী নিয়ে ফিরছে। এতে যাত্রীরা অল্প টাকায় গন্তব্যে পৌঁছাতে পারছেন। অন্যদিকে বাড়তি আয় হচ্ছে চালকদেরও। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ট্রাক-পিকআপের যাত্রীদের কষ্ট কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।