![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjeeee-20210720193929.jpg)
এবার যশোরে কোয়ারেন্টাইনেই ঈদ কাটবে ভারতফেরত ৭১৯ জনের
এবারের ঈদুল আজহাতেও যশোরের বিভিন্ন হোটেলে ঈদ করবেন ভারতফেরত ৭১৯ জন বাংলাদেশি। কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতার কারণে হোটেলেই তাদের ঈদ উদযাপন করতে হচ্ছে। এর আগে, ঈদুল ফিতরেও যশোরের হোটেলে ঈদ কাটিয়েছিলেন ভারতফেরত ৬২২ বাংলাদেশি পাসপোর্টধারী।
হোটেলে কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবে জেলা প্রশাসন। ঈদের দিন তাদের জন্য সেমাই, পোলাও ও মাংসসহ উন্নতমানের খাবার সরবরাহ করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা প্রাদুর্ভাবে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে বিশেষ অনুমতি নিয়ে ২৬ এপ্রিল থেকে দেশে ফিরতে শুরু করেন আটকে পড়া বাংলাদেশিরা। দেশে ফেরার পর সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির অংশ হিসেবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে তাদের হোটেলগুলোতে অবস্থান করতে হচ্ছে।