লেগেই আছে যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখী মানুষ
শঙ্কা ছিল কঠোর বিধিনিষেধ-পরবর্তী সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়বে। সড়কের গর্ত ও খানাখন্দে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়বে হাজারো মানুষ। কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার পর ছয় দিন ধরে হচ্ছেও তাই। এর মধ্যে গতকাল সোমবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সড়কটিতে লেগে আছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী হাজারো মানুষ।
সড়কটির বিমানবন্দর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত চলছে বিআরটি প্রকল্পের কাজ। কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় গর্ত ও খানাখন্দে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিষয়টি গণমাধ্যমে দেখে গত ১৯ জুন পরিদর্শনে আসেন সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক ও সড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। এ সময় তাঁরা তিন দিনের মধ্যে রাস্তাটি মেরামতের প্রতিশ্রুতি দিলেও তা এখনো পুরোপুরি ঠিক হয়নি। এ কারণে কঠোর বিধিনিষেধ শিথিলের পর থেকেই সড়কটিতে ভোগান্তি পোহাচ্ছে মানুষ।