অনিশ্চয়তা নিয়েই পোশাক কারখানা ছুটি দিচ্ছেন মালিকেরা
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১৯:০৯
ঈদের পর দুই সপ্তাহের কঠোর লকডাউন বা বিধিনিষেধের সময় রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র কারখানা চালু রাখার দাবি জানিয়েছিলেন মালিকেরা। তবে সরকার আজ সোমবার বেলা চারটা পর্যন্ত নতুন করে কোনো নির্দেশনা দেয়নি। ফলে অনেকটা অনিশ্চয়তার মধ্যেই পোশাক কারখানার শ্রমিকদের ঈদের ছুটি দিচ্ছেন মালিকেরা।
অবশ্য আশা ছাড়েননি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা। তাঁদের প্রত্যাশা, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১ আগস্ট থেকে কারখানা খোলার সুযোগ দেবে সরকার। এমন বার্তা নিজেদের সংগঠনের সদস্যদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন তাঁরা।