কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ঈদের দিন ছওয়াপোয়া মিলি ঘরোত বসি থাকমো, ঘরোত তো খাবার নাই’

ডেইলি স্টার লালমনিরহাট প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১৮:২৯

অভাবের সংসারে ঈদের আমেজ আসেনি লালমনিরহাটের খেটে খাওয়া মানুষের ঘরে। তাদের চোখেমুখে হতাশা আর বেদনার ছাপ। তাই ঈদ নিয়ে তাদের আলাদা কোনো ভাবনা নেই।


তেমনই একজন দুলাল মিয়া, পেশায় দিনমজুর। তার মধ্যে ঈদের কোনো আমেজ নেই। ঈদ উপলক্ষে পরিবারের জন্য কিছু করতে না পারার বেদনা তাকে কাঁদাচ্ছে।


দেড় মাসে আগেও দুলাল মিয়ার একটি রিকশাভ্যান ছিল। আয় না থাকায় ঋণ করতে হয়েছিল। পরে দেনাদারদের চাপে দুই হাজার চারশ টাকায় বিক্রি করতে হয়েছে ভ্যানটি। তবুও দেনাদারদের ঋণ শোধ করতে পারেননি। এখন দিনমজুরের কাজ করে সংসার চালাতে হচ্ছে। তারপরও প্রতিদিনি কাজ পাওয়া যায় না। পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও