ঈদের বাড়তি আনন্দ এনে দেয় নতুন টাকা। বিশেষ করে ঈদ সেলামিতে নতুন টাকার জুড়ি নেই। আর গ্রাহকদের জন্য প্রতি ঈদে নতুন টাকার সরবরাহ রাখে ব্যাংক। তবে মহামারি করোনার কারণে গত ঈদের (ঈদুল ফিতর) মতো এবারও নতুন টাকার জন্য নির্দিষ্ট বুথ রাখেনি কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের জন্য ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে এসব টাকা।
অন্যদিকে ব্যাংক লেনদেনে শেষ মুহূর্তে গ্রাহকের উপস্থিতি চোখে পড়লেও নতুন টাকার প্রতি আগ্রহ কম গ্রাহকের। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, দিনের অন্যান্য লেনদেনের জন্য গ্রাহক এলেও নতুন টাকার গ্রাহক কম।