সাগরে ফের সৃষ্টি হচ্ছে লঘুচাপ, কমবে বৃষ্টি
আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতাও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত সপ্তাহের শুরুর দিকেও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। পরে সেটি ভারতের স্থলভাগে উঠে নিষ্ক্রিয় হয়ে যায়।
সোমবার (১৯ জুলাই) শ্রাবণের ৪ তারিখ। বৃষ্টি না থাকলেও সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে, সেখানে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এ সময়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।