সাগরে ফের সৃষ্টি হচ্ছে লঘুচাপ, কমবে বৃষ্টি

জাগো নিউজ ২৪ আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১৩:৫৪

আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতাও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


গত সপ্তাহের শুরুর দিকেও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। পরে সেটি ভারতের স্থলভাগে উঠে নিষ্ক্রিয় হয়ে যায়।


সোমবার (১৯ জুলাই) শ্রাবণের ৪ তারিখ। বৃষ্টি না থাকলেও সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে, সেখানে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।


আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এ সময়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও